জার্মানির সবচেয়ে বড় 10 টি শহরের তালিকা



জার্মানির বড় শহর গুলোতে বরাবরই সুযোগ সুবিধা ও বেশি। সুযোগ সুবিধা বেশি হওয়ার কারণে ইন্টারন্যাশনাল ছাত্ররাও বড় বড় শহরগুলোকে তাদের পছন্দের তালিকার শীর্ষে রাখে। বড় শহর গুলোতে রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা। জার্মানির সবচেয়ে বড় 10 শহরের নাম জানার পাশাপাশি বড় দশটি শহরের সুযোগ সুবিধা সম্পর্কে জানার চেষ্টা করবো।


জার্মানির বড় শহর গুলোতে কী কী সুবিধা পাওয়া যায় ?

একজন ইন্টারন্যাশনাল ছাত্রের সবচেয়ে বেশি যেই সুবিধা থাকার কথা তা হলো পার্ট টাইম জব। বড় শহর গুলোতে খুব সহজেই পার্ট টাইম জব এর ব্যবস্থা করা যায়। আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
কেননা দেশের বড় বড় কোম্পানিগুলো দেশের বড় বড় শহর কে কেন্দ্র করেই প্রতিষ্ঠত হয়ে থাকে। বড় শহর গুলোতে ইন্টারন্যাশনাল বড় বড় শো রুম থাকে। যে কারণে বড় শহর গুলোতে পার্ট টাইম জব এর সু্যোগ সুবিধা ও বেশি থাকে।

জার্মানির বড় শহর কোন গুলো ?

1. বার্লিন (Berlin)

2. হামবুর্গ (Hamburg)

3. মিউনিখ (Munich)

4. কোলন (Colon)

5. ফ্লাঙ্কফুর্ট (Frankfurt)

6. স্টুটগার্ট (Stuttgart)

7. ডুসেলডর্ক (Dsseldorf)

8. লেইপজিগ (Leipzig)

9. ডর্টমুন্ড ( Dortmund)

10. এসেন (Essen)


বার্লিন  (Berlin)
ইউরোপের ঐতিহাসিক শহরগুলোর মধ্যে বার্লিন অন্যতম একটি শহর। জার্মানির বৃহত্তর শহর এবং জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন। বার্লিনের আয়তন ৮৯১.১ বর্গ কিলোমিটার। এই শহরে প্রায় ৩৬ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে। যার মধ্যে রয়েছে ৪ লক্ষেরও বেশি মানুষ অভিবাসী। বার্লিন জার্মানির ১৬ টি রাজ্য গুলোর মধ্যে একটি। ছোট বড় সব মিলিয়ে বার্লিনে প্রায় ৩০ টির ও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। 

হামবুর্গ (Hamburg)

দেশটির ২য় বৃহত্তর শহর এই হামবুর্গ। শহরটির আয়তন প্রায় ৭৫৫ বর্গ কিলোমিটার। প্রায় ২০ লক্ষেরও বেশি মানুষ এর বসবাস এই শহরকে কেন্দ্র করে। হামবুর্গ কে ব্রীজের শহর ও বলা হয়ে থাকে। ছোট বড় সব মিলিয়ে প্রায় ২৫০০ এর মতো ব্রীজ রয়েছে হামবুর্গ এ। এই শহরে প্রায় ১৫ টির মতো বিশ্ববিদ্যালয় রয়েছে।

মিউনিখ (Munich)

অস্ট্রিয়া ও জার্মান সীমান্তে অবস্থিত এই শহরে প্রায় ১৫ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে। জার্মানির ২য় বৃহত্তর বিমানবন্দর হচ্ছে মিউনিখ বিমান বন্দর । ফুটবল প্রেমীদের জন্য দারুন শহর এটি। এটি জার্মানির ৩য় বৃহত্তর শহর।

কোলন (Colon)

কোলন হচ্ছে জার্মানি বৃহত্তর শহর গুলোর মধ্যে ৪র্থ জনবহুল শহর। শহরটির আয়তন প্রায় ৪১৫ বর্গকিলোমিটার। কোলন শহরে অনেক প্রাচীন বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রায় ১১ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে এই শহরে।

ফ্লাঙ্কফুর্ট  (Frankfurt)

যার পূর্ণ নাম হচ্ছে ফ্লাঙ্কফুর্ট আম মাইন। মাইন নদীর তীরে গড়ে ওঠা এই শহর। শহরের আয়তন প্রায় ২৪৮ বর্গ কিলোমিটার। প্রায় ১১ টির ও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে এই শহরে। বিশ্বের সবচেয়ে বড় বই মেলা এই শহরে অনুষ্ঠিত হয়।

স্টুটগার্ট (Stuttgart)

স্টুটগার্ট জার্মানির ৬ষ্ঠ বৃহত্তর শহর। এই শহরের আয়তন প্রায় ২০৭ বর্গ কিলোমিটার। ছয় লাখ ত্রিশ হাজার এর বেশি মানুষ বসবাস করে এই শহরে। শহরটি জার্মানির বড় শহর গুলোর মধ্যে একটি।

ডুলেসডর্ক (Dessledorf)

জার্মানির ৭ম বৃহত্তর শহর এই ডুলেসডর্ক। শহরটির আয়তন প্রায় ২১৭ বর্গ কিলোমিটার। উচ্চশিক্ষার জন্য প্রায় ২২ টির ও বেশি প্রতিষ্ঠান রয়েছে এই শহরে।

লেইপজিপ (Leipzigp)

জার্মানির ৮ম বৃহত্তর শহর এই লেইপজিপ। শহরের আয়তন প্রায় ২৯৭ বর্গকিলোমিটার। শিক্ষা এবং সংস্কৃতির জন্য খুবই প্রসিদ্ধ এই শহরটি। উচ্চশিক্ষার জন্য এই শহরকে পছন্দের তালিকায় রাখতে পারেন।

ডর্টমুন্ড (Dortumund)

জার্মানির ৯ম বৃহত্তর শহর হচ্ছে ডর্টমুন্ড। এই শহরের আয়তন প্রায় ২৮১ বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক থেকে এই শহরের অবস্থান জার্মানির মধ্যে ৮ম। ডর্টমুন্ড জার্মানির শিক্ষা এবং সংস্কৃতির একটি এলাকা।

এসেন (Essen)

এসেন হচ্ছে জার্মানির ১০ম বৃহত্তর শহর। প্রায় ৭ লাখ মানুষের বসবাস এই শহরকে কেন্দ্র করে। শহরটির আয়তন ২১০ বর্গ কিলোমিটার। রুর নদীর তীরে অবস্থিত এই শহর। এখানে উচ্চশিক্ষার জন্য অনেক ভালো ভালো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

তো বন্ধুরা পোষ্ট টি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে অন্য কোন পোষ্ট নিয়ে হাজির হবো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।


Post a Comment

Previous Post Next Post